Kobita

সম্পাদকীয়


” নববর্ষ এল আজি
দুর্যোগের ঘন অন্ধকারে”

… আজ বাংলা তথা ভারতবর্ষ সত্যই দুর্যোগের ঘন অন্ধকারে আবৃত। ধর্ম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি,কৃষ্টির, ভাষা, সম্প্রীতি যৌবণ আজ ধ্বংসের মুখে। বাঙালির চিরন্তন নিজস্বতা পাশ্চাত্যের অন্ধ অনুকরণে দিশাহীন। রাজনীতিতে চরম অরাজকতা
, ভ্রষ্টাচার। স্বৈরাচারী অসাধু রাষ্ট্রনায়কদের নারকীয় উল্লম্ফন। পবিত্র শিক্ষাঙ্গনে নির্লজ্জ দুর্নীতির বেসাতি। ছাত্রকুলের ভবিষ্যত অন্ধকার। সংস্কৃতি আজ দলদাস। সাহিত্যের নামে চলছে প্রশাসনিক ব্যভিচার, কৃষ্টির নামে ধ্বংসের অশনিসংকেত। যুব সমাজ আজ দিশেহারা।
তথাকথিত অনুপ্রেরণা যেন প্রবঞ্চনা।
তবুও আশায় বুক বাঁধি __সমস্ত অশুভ ছায়া দূরীভূত করে বাঙালি আবার স্বদেশ তথা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবেই।
এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আশু প্রয়োজন বাঙালির মননে, বোধে প্রায় লুপ্ত হওয়া তার নিজস্ব কৃষ্টি, লোকসংস্কৃতি, মাতৃভাষাকে পুনরায় আপন মর্যাদায় স্থাপন করা, এবং বাঙ্গালির আত্মসম্মান ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া।

” লইব তুলিয়া
ছাড়িয়া পরের ভিক্ষা
তব গৌরবে গরব মানিব
লইব তোমার দীক্ষা”

১৪৩০ বঙ্গাব্দের নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন সহ

        শ্রী জয়ন্ত পাল
           সম্পাদক
           তির্যক

(একটি সাহিত্য পত্রিকা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *