Description
বইটা পেলাম শুক্রবার আর গত চারদিনে দশটা গল্প পড়েও ফেললাম। অন্তত এটা তো বুঝতেই পারছেন যে বোর হইনি। না, এটুকু বলে তো আর পুরো অনুভূতি ব্যক্ত করা যায় না। বিস্তারিতভাবে বলব। তার আগে স্বরূপা’কে অভিনন্দন ও ধন্যবাদ জানাই এত সুন্দর বই লেখার জন্য। তার সাথে পলান্ন প্রকাশনীর তারিফ না করলেই নয়। বইয়ের প্রোডাকশন একেবারে ঝাক্কাস!
যাই হোক, এবার আসি গল্পের কথায়। বইয়ে রয়েছে দশটি ভিন্ন স্বাদের গল্প। ভূত, গোয়েন্দা, প্রেম, তন্ত্র সবরকম এলিমেন্ট রয়েছে।
It’s QnA time!
সবকটা গল্পই কী ভাল? না , সবকটা ভাল নয়।
বেশীরভাগ গল্প কী ভাল? Bingo! That’s right!
আমি কোনো সমালোচক না, বা কোনো গুরু না। তাই যে গল্প গুলো আমার ভাল লেগেছে সেগুলো নিয়েই এক দু’লাইন লিখব। দশটার মধ্যে সাতটা গল্প আমার ভাল লেগেছে আর সেগুলো নিয়েই লিখব।
মায়াজাল ~ অদ্ভুতুড়ে পডকাস্ট চ্যানেলে গল্পটির অডিও হয়তো অনেকেই শুনে থাকবে। তাও বলি। গল্পটি একজন জিগোলোকে ঘিরে, যে তার ক্লায়েন্টের বাড়িতে যায়, নাম কামিনী। প্রবলেম হলো যে বাড়িটা একটা জঙ্গলের মধ্যে অবস্থিত এবং ক্লায়েন্ট ঠিক স্বাভাবিক নয়। কারণ? Well, read on my friend.
অচিরাৎ ~ একজন বৃদ্ধ বার্ধক্যে এসে তার প্রথম প্রেম জয়ন্তীর কথা মনে করতে থাকে এবং সেই ঘটনাটা আমরা গল্পের মাধ্যমে দেখি। এত সুন্দর ভাবে লেখা গল্পটা। শেষ লাইন পড়ে চোখে জল আসতে বাধ্য। You got me!
তারে আমি চোখে দেখিনি ~ কোভিডের সময় চাকরি হারায় মৃণাল। শুধু তাই নয়, এই ভয়াবহ সময়ে সে প্রথমে হারায় নিজের বাবাকে এবং তারপরে মা’কে। ভেঙে পড়ে সে। চাকরি চলে যাওয়ার কারণে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। মনের দুঃখে সে তার পুরোনো প্রেমিকা কে ফোন করে এক রাতে এবং মদ্যপ অবস্থায় মনের কথা বলতে থাকে। তারপর? This is a tear jerker. স্বরূপার লেখা কাঁদিয়েছে আমায়।
ম্যাজিক ~ রাহুল ম্যাজিক দেখায়। এমনই এক পার্টিতে ওর সাথে দেখা হয় তার ছোটবেলার বন্ধু সুরজের। সুরজ তাকে পরদিন ডাকে বাড়িতে। তারপর? জমজমাট সাসপেন্স।
সেন বাড়ির রহস্য ~ অরুন্ধতী ও সৃজনী দুই বন্ধু। সৃজনী নিজের পুরোনো বাড়ি অর্থাৎ সেন বাড়ি বিক্রি করতে আসে। তারপরেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। সেন বাড়ি ও তার রহস্য বড় জমজমাট। এই গল্পের সিকোয়েলের দাবী রাখলাম।
চেকমেট ~ সুনয়না, রজতাভ ও প্রিয়া। এই তিনজনের ত্রিকোণ প্রেম ও তার ভয়াবহ পরিণতির গল্প চেকমেট। বেশ ভাল।
একটি খুনের ঘটনা ~ বইয়ের সবচেয়ে বড় গল্প এবং আমার সবথেকে প্রিয়। দীপ্ত ও সুরঞ্জনার এই রোমান্টিক থ্রিলার দুর্দান্ত। একের পর এক পাতা উল্টে গিয়েছি। এমন গল্প আরো চাই স্বরূপা।
ফাইনাল ভারডিক্ট – বইটি অবশ্যই পড়ে দেখুন, সময় নষ্ট হবে না। স্বরূপার ভাষা বেশ সাবলীল। আমার পড়তে ভালোই লেগেছে। I strongly recommend this book.
ভাল থাকুন।
Reviews
There are no reviews yet.