Description
প্রথমেই বলি যে আমি গল্প পড়তে ভালোবাসি। ছোট থেকেই কখনও পড়ায় ফাঁকি দিয়ে অথবা অবসর সময়ে গল্পে বই পড়েছি। এখনও গল্প পড়ার নেশাটা ছাড়তে পারিনি। কিন্তু রিভিউ এই প্রথম লিখছি। বইটি হাতে পাওয়ার পর ভেবেছিলাম যে প্রতিদিন দু-তিনটে করে পাতা পড়ে শেষ করব। কিন্তু সেটা সম্ভব হয়নি লেখিকার লেখনীর ধারে। বেশ কয়েক রাত জেগে বইটি পড়ে শেষ করে ফেলেছি। রাজনৈতিক রহস্য ও মনস্তাত্ত্বিক দুটি উপন্যাস পড়ার সময় আমার একবারও মনে হয়নি আমি নবাগতা কোন লেখিকার লেখা পড়ছি।
‘চক্রব্যূহ’ নামটির মাধ্যমে ষড়যন্ত্রের আভাস পেয়েছিলাম যা আমাকে আকর্ষিত করেছিল অসাধারণ সাসপেন্স প্রতি পাতায় পাতায় যার জন্য আমি পরবর্তী অংশ পড়ার জন্য মুখিয়ে থাকতাম। সমাজের মুখোশধারী রাজনৈতিক নেতারা কিভাবে অসহায় সাধারণ মানুষের কাছে পৌঁছে চক্রব্যূহ রচনা করেন ও তার মধ্যে জনগণকে ফেলে গ্রাস করেন শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে। লেখিকা সেটাই তুলে ধরতে চেয়েছেন তার লেখনীতে। আলো নামের একটি সাধারণ মেয়ে আর একটি সাধারণ ছেলে আকাশের সঙ্গে সাধারণ সুখের সংসার জীবনের স্বপ্ন দেখেছিল। কিন্তু তাকে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় রাজনৈতিক নেতার আশ্রিত কিছু পশুরূপী মানুষের পাশবিক অত্যাচারের শিকার হয়ে। বিচারের নামে চলে প্রহসন। দোষীরা কি সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। নাকি কালের অমোঘ নিয়মে ঈশ্বর সৃষ্ট চক্রব্যূহের জালে আটকা পড়বে তারাও। জানতে গেলে পড়তে হবে ‘সুতপা ভদ্র সরকারে’র লেখা ‘চক্রব্যূহ’ উপন্যাস….।
বইটির দ্বিতীয় উপন্যাস ‘আপোস’ একটি সামাজিক উপন্যাস। দুটি উপন্যাস সম্পূর্ণ ভিন্নধর্মী। উপন্যাসের মূখ্য চরিত্র দেবারতি হলেন সমাজিক দিক থেকে সম্পূর্ণ সফল এক মহিলা। তিনি হয়ত অনেক মহিলার আইকন। কিন্তু ন্যায়নিষ্ঠ , নারীবাদী , আদর্শবাদী এবং অন্যায়ের সঙ্গে আপোসহীন এক মহিলার মৃত্যুর পর প্রকাশিত হয় তার আত্মজীবনী মূলক উপন্যাস আপোস।
নিরুপায় ও দুঃখময় জীবন যদি অধিকার কেড়ে নিতে চায় , তাহলে সেটা ছিনিয়ে নিতে হবে সংসারে থেকেই। অধিকার ছেড়ে দেওয়ার মধ্যে কোন মহত্ব নেই। তবুও দেবারতি কেন জীবিত অবস্থায় তার বইটি প্রকাশ করতে পারলেন না …? উত্তর রয়েছে আপোস উপন্যাসটির টানাপোড়েনের মধ্যে।
মহুয়া রক্ষিত।
Reviews
There are no reviews yet.